মালদা

মাছ চাষ নিয়ে গাজোলে প্রশিক্ষণ শিবির

আমাদের বাঙালির প্রিয় খাদক মাছ। তাই পশ্চিমবঙ্গে মাছের প্রচুর চাহিদা মেটাতেই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও গাজোল ব্লকের মৎস্য দপ্তরের ব্যবস্থায় এক মৎস্য চাষ প্রশিক্ষণ শিবির হয়ে গেল বুধবার। এদিন এই শিবির গাজোল ব্লকের মৎস্য চাষিদের নিয়ে করা হয়।এই শিবিরে মৎস্য চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য আলোচনা করা হয়। যেমন-কোন সময় মাছ চাষ করতে হবে,কি মাছের কি রোগ হয়।তাছাড়াও পুকুরে মাছ চাষ সম্বন্ধে নানা সঠিক পদ্ধতি সেখান।এছাড়াও এদিন মৎস্য চাষের জন্য ব্যাঙ্ক থেকে কি ভাবে লোণ নিতে হবে তাও আলোচনা করা হয়।এই শিবিরে উপস্থিত ছিলেন গাজোলের বিডিও বিষ্ণুপদ চক্রবর্তী,জয়েন্ট বিডিও উত্তম বিশ্বাস,কৃষি সহ আধিকর্তা মানবেন্দ্র সাহা,মৎস্য চাষ প্রশিক্ষণ আধিকারিক গোবিন্দ বিশ্বাস,তুলিকা মহন্ত সহ আরও অনেকে।